সুন্দরগঞ্জে ক্যাম্পাসের মানবতার দেয়াল উদ্বোধন

0
147

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ শিক্ষা, সম্প্রীতি ও কল্যাণ- এই তিনটি মূলনীতি নিয়ে CAMPUSS (Combined Association of Medical Public & University Students in Sundarganj) এর উদ্যোগে গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবতার দেয়ালের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে সুন্দরগঞ্জ আঃ মজিদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধাণ ফটকের ভিতরে মানবতার দেয়ালের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল-মারুফ।

উদ্বোধনকালে নির্বাহী কর্মকর্তা আল-মারুফ দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তার বক্তব্যে বলেন, আপনারা মেডিকেল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আপনারাই ভবিষ্যতে নেতৃত্ব দিবেন। আপনাদের এ ধরনের কল্যাণকর কাজকে উৎসাহিত করতেই আমার আসা। আপনাদেরকে অন্য দশজন অনুসরণ করেন। আপনারা এমন ভাল, ভাল কাজ করলে দেশের অন্যরাও ভাল কাজে উৎসাহিত হবেন। চাইলে সুন্দরগঞ্জ পৌরশহরকেও একটি পরিচ্ছন্ন শহরে পরিণত করতে পারেন বলে যোগ করেন তিনি।

চারটি স্থানে মানবতার দেয়ালের মধ্যে অন্য তিনটি রয়েছে থানা মসজিদের পাশে, কাঁঠালতলী মোড় ও বাজার মসজিদের পাশে। এ ছাড়াও শিক্ষার্থীরা তাদের পয়সা বাঁচিয়ে শীতার্তদের জন্য কম্বল ও করোনা সংকটকালে স্থানীয়দের মাঝে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করছেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দহবন্দ ইউপি চেয়ারম্যান গোলাম কবীর মুকুল, সাংবাদিক প্রভাষক এম এ মাসুদ, জাহিদ কামাল, মোশারফ হোসেন বুলু।

প্রায় কয়েকশো শিক্ষার্থীদের নিয়ে গঠিত এ সংগঠনটির সদস্যদের মধ্যে ছিলেন- নুর নেওয়াজ আহমেদ মাহিন ঢাবি, মাহমুদুল হাসান মিল্টন হাংজাই জিয়াংজু বিশ্ববিদ্যালয় চীন, গোলাম ফারুক জয় জাবি, জাহাঙ্গীর ইসলাম জবি, মাহমুদুল হাসান সিয়াম জাবি, অনিক মাহমুদ শান্ত চুয়েট, হাসিনুর রহমান আইএবিএটি, নাহিদ হাসান মাভাপ্রবি, হাফিজুর রহমান রাবি, সোহেল রানা ঢাবি, মেহেদী হাসান জাবি, আরিফুল ইসলাম আকাশ ঢাবি, গৌতম চন্দ্র জাবি, আরিফ মিয়া হাবিপ্রবি, আরিফ হাসান শুভ কারমাইকেল কলেজ ও সাজ্জাদ হোসেন সাগর রাবিসহ স্থানীয়রা।