জনগণের জন্য আরও কঠিন পরিশ্রমের ঘোষণা কিমের

0
85

নতুন বছরে দেশবাসীকে চিঠি দিয়েছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। চিঠিতে কিম বলেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে নতুন বছরেও কঠোর পরিশ্রম করবেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘কেসিএনএ’ কিমের এই চিঠি লেখার খবরটি জানিয়েছে।

কঠিন সময়েও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রতি বিশ্বস্ত থাকার পাশাপাশি সেই দলকে সমর্থনের জন্য দেশটির জনগণকে চিঠিতে ধন্যবাদ জানিয়েছেন কিম জং উন। তিনি লিখেছেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা যাতে পূরণ হয়, সেজন্য দেশে নতুন যুগ নিয়ে আসতে নতুন বছরেও তিনি কঠোর পরিশ্রম করবেন।

করোনার সংক্রমণ ঠেকাতে উত্তর কোরিয়া নিজেদের সীমান্ত বন্ধ করে দেয়াসহ নানা কঠোর পদক্ষেপ নিয়েছে। ফলে দেশটির অর্থনীতিতেও চাপ পড়েছে। সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাইছে দেশটি।