মুন্সীগঞ্জে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ‘সেফ থ্যালাসেমিয়া’ সংগঠন

0
102

আবু সাঈদ দেওয়ান সৌরভ, মুন্সীগঞ্জ: “রক্তদানের হাত বাড়াই থ্যালাসেমিয়া রোগীদের পাশে দাঁড়াই” এই স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে ‘সেফ থ্যালাসেমিয়া’ সংগঠন। গতকাল ১ই জানুয়ারী শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের বেড়িবাঁধে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু-কিশোরদের নিয়ে কেঁক কেটে সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সংগঠন কর্তপক্ষ।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসাব অনুযায়ী বিশ্বে ৬.৫ শতাংশ মানুষ থ্যালাসেমিয়ায় আক্রান্ত৷ আর বাংলাদেশে ৪ থেকে ৮ শতাংশ মানুষ থ্যালাসেমিয়া ও হিমোগ্লোবিন-ই ডিজঅর্ডার- যা থ্যালাসেমিয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে। এই রোগটি থেকে মানুষকে সচেতন করতে এবং আক্রান্ত রোগীদের রক্তের ব্যবস্থা করতে মুন্সীগঞ্জে কাজ করছে সেফ থ্যালাসেমিয়া নামের সংগঠনটি।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর পালের সঞ্চালনায় এবং সভাপতি জাহিদ জুবায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ সদর হাসপাতালের প্যাথলজি বিভাগের মেডিকেল টেকনোলজিস্ট শহিদুল ইসলাম, ইউনিটি দ্যা ফ্রেন্ডশিপ গ্রুপের সভাপতি আদর দে, অপ্রতিরোধ্য বাংলাদেশ ফাউন্ডেশনের মুন্সীগঞ্জ শাখার সভাপতি মোঃ মিনহাজ, মুন্সিগঞ্জ সেবা কেন্দ্রের সভাপতি মোহাম্মদ মিঠুন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা থ্যালাসেমিয়া রোগীদের জীবন বাঁচাতে সকলকে রক্তদানের জন্য এগিয়ে আসার আহ্বান জানায়।