জাপানে মেট্রোরেলের ৫ ট্রেনের ট্রায়াল জানুয়ারিতে

0
81

জাপানে মেট্রোরেলের কোচ নির্মাণকাজ চলছে। জানা গেছে, চলতি মাসেই মেট্রোরেলের প্রথম পাঁচটি ট্রেনের নির্মাণ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে চলতি জানুয়ারিতে মেট্রোরেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে ট্রায়াল রান। মেট্রোরেলের এমআরটি ৬-এ প্রতি তিন মিনিট পরপর চলবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে ২০টি ট্রেন। তবে নির্বিঘ্ন চলাচল নিশ্চিতে তৈরি থাকবে আরো চারটি অতিরিক্ত ট্রেন। এ কারণে ২৪টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ।

ডিসেম্বরেই প্রস্তুত থাকার কথা রয়েছে প্রথম পাঁচটি ট্রেন। যা জানুয়ারিতে জাপানে ট্রায়াল দেয়া হবে মেট্রোরেল কর্তৃপক্ষের সামনে। মেট্রোরেলের ট্রায়াল দেখার জন্য চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে জাপান যাবে বাংলাদেশের কারিগরি দল।

সবকিছু ঠিক থাকলে জাপানের ওবে বন্দর থেকে প্রথম মেট্রোরেলটি নিয়ে আসা হবে মোংলা বন্দরে। সেখান থেকে নদীপথে আনা হবে তুরাগ নদীতে। দিয়াবাড়িতে তুরাগ নদী থেকে নিকটবর্তী মেট্রোরেল ডিপোতে নেওয়া হবে কোচগুলো। এই প্রক্রিয়ায় যদি কোনো ঝামেলা না হয় তাহলে একইভাবে পরবর্তী ট্রেনগুলো নিয়ে আসা হবে দিয়াবাড়িতে।