মোংলায় বিদেশী মদসহ ৫জন মাদক পাচারকারী আটক

0
89

মোংলা প্রতিনিধি: গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে আনুমানিক সময় রাত ০৮.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস মংলার একটি টহল দল বাগেরহাট জেলার মোংলা থানার বাসস্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল বিদেশী মদসহ পাঁচজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত ব্যক্তিদের নাম ১। শ্রী প্রতি মন্ডল রায় (৪৮) পিতাঃ নারায়ন চন্দ্র মন্ডল, গ্রামঃ টেংরা মারী, ডাকঘরঃ পিপুল বুনিয়া, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট। ২। মাধব অধিকারী (১৯), পিতাঃ সুজন অধিকারী, গ্রামঃ দিগরাজ, থানাঃ মোংলা, জেলাঃ বাগেরহাট। ৩। পিংকু গাইন (৩০), পিতাঃ প্রসান্ত গাইন, গ্রামঃ বড় দুর্গাপুর, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট। ৪। আফতাফ খলিফা (২০), পিতাঃ আজিক খলিফা। গ্রামঃ গীলাতলা, ডাকঃ গীলাতলা, থানাঃ রামপাল জেলাঃ বাগেরহাট। ৫। শিব সংকর (১৮) পিতাঃ রবিন সংকর, গ্রামঃ বাবুর বাড়ি, ডাকঘরঃ বেকটমারী, থানাঃ রামপাল, জেলাঃ বাগেরহাট। আটককৃত মাদকদ্রব্য ও ব্যক্তিদের মোংলা থানায় পরবতর্ী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রনে জিরো টলারেন্স নীতি মেনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।