ধামরাইয়ে পাঠানটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

0
323

রনজিত কুমার পাল (বাবু), ঢাকা জেলা প্রতিনিধি: ১ জানুয়ারি ২০২১ খ্রীস্টাব্দ নতুন বছরের প্রথম দিনেই সরকারের সমগ্র বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ১১ কোটি পাঠ্যবই বিতরণ কার্যক্রম শুরু এর আওতায় ধামরাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে ধামরাইয়ে পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরন উৎসব উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার বজলুর রহমান এর সভাপতিত্বে বই বিতরন উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা – ২০ ধামরাই আসনের মানণীয় জাতীয় সংসদ সদস্য, ঢাকা জেলা আওয়ামী লীগ ও বায়রা’র সভাপতি জননেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরসভার নবনির্বাচিত মেয়র ও পৌর আ’লীগের সভাপতি জননেতা আলহাজ্ব গোলাম কবির মোল্লা, ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা তাজমুন্নাহার,উপজেলা রিসোর্স সেন্টার( ইউ আর সি) এর ইন্সট্রাক্টর আয়েশা আক্তার, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সাইদুর রহমান,ঢাকা জেলা আ’লীগের সহ-সভাপতি কাজী শওকত হোসেন শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান।

উক্ত বই বিতরন উৎসব কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরন বিতরন উদ্বোধন করেন স্হানীয় সাংসদ আলহাজ্ব বেনজীর আহমদ এমপি।

এ’পাঠ্যবই বিতরন উৎসব এর সার্বিক তত্বাবধানে ছিলেন পাঠানটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালেয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিমাই চাঁদ সন্ন্যাসী।

এছাড়াও ১৩ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরন সহ১৬০ টি প্রাথমিক বিদ্যালয়ে sound speaker বিতরন করা হয়।