বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাঁই হবে না: মোতাহার হোসেন

0
106

পরিমল চন্দ্র বসুনিয়া,লালমনিরহাট প্রতিনিধিঃ স্বাধীনতার ৫০ বছর পরও পাকিস্তানি প্রেতাত্মারা আবারও জেগে ওঠার স্বপ্ন দেখছে। তাই তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙ্গার সাহস দেখায়। স্বাধীনতা বিরোধীদের সাহস শিখর থেকে নির্মূল করতে হবে। বঙ্গবন্ধুর সৈনিকদের সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। বঙ্গবন্ধুর বাংলাদেশে স্বাধীনতা বিরোধীদের ঠাই হবে না। বঙ্গবন্ধু, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিষয়ে কোনো আপস হবে না বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন এমপি।

মঙ্গলবার দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়ন পরিষদে “আইএসপিপি-যত্ন” প্রকল্পের আওতায় ১২১২ জন উপকারভোগী মায়ের মাঝে নগদ ১ কোটি ৪২ লক্ষ ৭৩ হাজার টাকা প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন এমপি।

এ সময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রশিদা বেগম, যুব মহিলা লীগের আহবায়ক শারমিন সুলতানা সাথী, টংভাঙ্গা ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান আতি, টিম ইমারজেন্সি হাতীবান্ধার প্রধান সমন্বয়ক ও উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি বাপ্পি সোহেব আহম্মেদ, টিম ইমারজেন্সির যুগ্ন সমন্বয়ক ও পাটিকাপাড়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি বাধন পাটোয়ারি প্রমুখ।