সীমিত আকারে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিবকল্পনা

0
92

চলমান করোনা পরিস্থিতি কিছুটা অনুকূলে আসামাত্র সীমিত পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। একই সাথে অনলাইনেও পাঠদান চালু থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে অনলাইনে মতবিনিময়কালে একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, বিশেষ পরিস্থিতিতে ফল প্রকাশ নিয়ে একটি অধ্যাদেশ জারি করা হবে। খুব সহসাই সেটি জারি করা হবে, সেটির কাজ প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্ত ৮ সদস্য বিশিষ্ট একটি কমিটিও গঠন করা হয়েছে।’