উল্লাপাড়ায় দরিদ্রদের মধ্যে কম্বল বিতরণ

0
100

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ‘আমরা উল্লাপাড়ার সন্তান (আউস)’ স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার উল্লাপাড়ায় ৫ শতাধিক শীতার্ত দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। উল্লাপাড়া এইচ. টি. ইমাম পৌর মুক্ত মঞ্চে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজক সংগঠনের সভাপতি প্রকৌশলী এস. এম. আব্দুর রহমান মুক্তার সভাপতিত্বে এতে উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক শামীম হাসান, সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক ডাক্তার শামছুল আলম স্বপন, উপদেষ্টা আব্দুল মালেক প্রমুখ বক্তব্য রাখেন।