শার্শায় মাদক ব্যবসায়ী আটক

0
83

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার ৫ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ সোহাগ হোসেন(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ শে ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার রাড়ী পুকুর বটতলা এলাকা থেকে তাকে আটক করে বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

আটক সোহাগ সাতক্ষীরা জেলার তালা থানার মাগুরা গ্রামের আব্দুল হাশেম শেখের ছেলে। পুলিশ জানায়,মাদক পাচারের গোপন খবরে,বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ শার্শার রাড়ি পুকুর বটতলা এলাকায় অভিযান চালিয়ে একজনকে আটক করে তার কাছ থেকে ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় প্রেরন করা হয়েছে।