সিরাজদিখানে ইউপি সদস্যের উঠান বৈঠক

0
85

সিরাজদিখান প্রতিনিধি: সিরাজদিখানে ইউপি সদস্য আওলাদ হোসেনের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার মালখানগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নাটেশ্বর প্রাইমারি স্কুল মাঠে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় আওলাদ হোসেন স্থানীয়দের কাছে বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরেন এবং পুনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে দোয়া চান।

সমাজসেবক কামাল হোসেনের সভাপতিত্বে ও আব্দুল কাদেরের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ৯নং মালখানগর ইউপি সাবেক মহিলা সদস্য পেয়ারা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগ প্রচার সম্পাদক আকমল হোসেন সুবল, দপ্তর সম্পাদক আব্দুল কাদের রিপন, সমাজসেবক ইব্রাহিম দেওয়ান, জালাল আহমেদ, জহিরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, আব্দুল লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।