সাপের বিষসহ গ্রেফতার ৬ জন রিমান্ডে

0
110

রাজধানীর দক্ষিণখান থানা এলাকা থেকে ৭৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ গ্রেফতার করা ছয় আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২৫ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলো— মো. মাসুদ রানা (২৪), মো. ছফির উদ্দিন শানু (৫০), মো. তমজিদুল ইসলাম ওরফে মনির (৩৪), মো. আলমগীর হোসেন (২৬), ফিরোজা বেগম (৫৭) ও আসমা বেগম (৪২)

শুক্রবার মামলার তদন্ত কর্মকর্তা দক্ষিণখান থানার এসআই সাইফুল ইসলাম আসামিদের আদালতে হাজির করেন। একইসঙ্গে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। তার আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক রিমান্ডের আদেশ দেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ( ২৪ ডিসেম্বর) বিকালে দক্ষিণখান থানার গুলবার মুন্সি সরণি থেকে সাপের বিষসহ ছয় জনকে গ্রেফতার করে র‌্যাব-২। তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে কাচের জারে রাখা ৮ দশমিক ৯৬ কেজি (জারসহ) সাপের বিষ পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৭৫ কোটি টাকা। এছাড়াও তাদের কাছ থেকে সাপের বিষ সংক্রান্ত সিডি ও সাপের বিষের ম্যানুয়াল বই উদ্ধার করা হয়।