বেনাপোল সীমান্তে ফেন্সিডিল ও ইজিবাইক সহ মাদক পাচারকারী আটক

0
107

নাজিম উদ্দীন জনি,শার্শা(বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১১০ বোতল ভারতীয় ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ সবুজ হোসেন(২৮) নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

সোমবার(২১ ডিসেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন খড়িগাঙ্গা ইট ভাটার সামনে থেকে এ ফেনসিডিলের চালানটি আটক করে পোর্ট থানা পুলিশ। আটক সবুজ হোসেন বেনাপোল পোর্ট থানাধীন নামাজগ্রামের বাবলু গাজীর ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, এসআই মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে খড়িডাঙ্গা ইট ভাটার সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে একটি ইজিবাইকের ভেতর তল্লাশি চালিয়ে ইজিবাইকের দুটি ক্যাশ বক্স, ব্যাটারী বক্স ও চালকের সিটের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল ও ইজিবাইক সহ চালকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন জানান, আটক আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।