সরিষাবাড়ীতে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ কর্মশালা

0
93

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ীতে চা চাষ সম্প্রসারণের নিমিত্তে স্থানীয় অংশীজনদের নিয়ে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ রোববার সন্ধায় বাংলাদেশ চা বোর্ডের অধীন বাংলাদেশ চা

গবেষনা ইনষ্টিটিউট এবং উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও আগ্রহী কৃষকদের নিয়ে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ সভাপতিত্ব করেন। আয়োজিত কর্মশালায় বাণিজ্য মন্ত্রানালয়ের সিনিয়র সহকারী সচিব সুর্বনা সরকার বক্তব্য রাখেন। রিসোর্স পারসন হিসেবে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ চা গবেষনা ইনষ্টিটিউট এর পরিচালক ড. মোহাম্মদ আলী,প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. তৌফিক আহম্মদ,উর্ধবতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও নর্দান বাংলাদেশ প্রকল্পের পরিচালক ড. মোহাম্মদ শামীম আল মামুন উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক আমাদের সময় সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি আবুল হোসেন,আগ্রহী চা চাষী হাসমত আলী প্রমুখ বক্তব্য রাখেন।চা বোর্ড সুত্রে জানা গেছে “বৃহত্তর ময়মনসিংহ জেলায় ক্ষুদ্রায়তন চা চাষ সম্প্রসারণ ” নামে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বাণিজ্য মন্ত্রানালয়ে পাঠানো হয়েছে। উক্ত প্রকল্পের আওতায় জামালপুর জেলার সরিষাবাড়ী,বকশিগঞ্জ,এবং জামালপুর সদর উপজেলার ১২৫ একর জমিতে ক্ষুদ্রায়তন চা আবাদ সম্প্রসারণে বাণিজ্য মন্ত্রানালয়ে যাচাই বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হবে। উক্ত প্রকল্পের বিষয়ে বাণিজ্য মন্ত্রানালয়ের সচিব ড. জাফর উদ্দিন ইতিবাচক বক্তব্য পেশ করেছেন।

আরো জানা গেছে-ময়মনসিংহের ৫টি জেলার ১৫টি উপজেলায় ১৩,৬৪৫ একর জমি চা আবাদে’র আওতায় আনা হলে বছরে এ অঞ্চলে ১৬.৩৭ মিলিয়ন কে জি চা উৎপাদিত হবে।ফলে এ এলাকায় কর্মসংস্থানের সৃষ্টি ও দারিদ্র বিমোচনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে দিগন্তের সুচনা হবে। কর্মশালায চা বোর্ডের বিশেষজ্ঞগন ক্ষুদ্র পরিসরে বৈজ্ঞানিক পদ্ধতিতে স্বল্প খরচে, সহজ উপায়ে কিভাবে লাভজনক চা আবাদ ও গাছের পরিচর্যা করা যায় সে বিষয়ে আলোচনা করেন। এ অঞ্চলে ভবিষ্যতে চা চাষ বৃদ্ধির বিষয়ে স্থানীয় উদ্যোক্তা ও আগ্রহী চাষীদের এগিয়ে আসার আহবান জানান।