ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী বিএনপি : কাদের

0
89

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশজুড়ে ভাষ্কর্য অবমাননার মূল পরিকল্পনাকরী হচ্ছে বিএনপি। দেশে মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্চ করা হলেও বিএনপি প্রকাশ্যে কোন কথা বলার সাহস দেখাতে পারেনি।’

শনিবার (১৯ ডিসেম্বর) দুপুরে জেলার মান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রী ভার্চুয়ালি মাধ্যমে যুক্ত হন।

বর্তমানে দেশে নয়, বিএনপির রাজনীতিতেই ভয়াবহ দুর্দিন চলছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘তথাকথিত একদলীয় শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হওয়ার যে ডাক তারা দিচ্ছেন; প্রকৃতপক্ষে তা উন্নয়ন ও স্বাধীনতা বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা।’

এদিকে দীর্ঘ ১৫ বছরেও উপজেলার সম্মেলন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘সম্মেলন যথা সময়ে না করলে সংগঠনের মধ্যে ট্রাফিক জ্যাম শুরু হয়। তাই যথা সময়ে সম্মেলনগুলো সম্পন্ন করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি, ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, শহিদুজ্জামান সরকার এমপি, আনোয়ার হোসেন হেলাল এমপিসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।