বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সুবিদখালী সরকারি কলেজে মানববন্ধন

0
106

মো:রনি খান,মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুিজবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবশে করেছে সুবিদখালী সরকারি কলেজের শিক্ষকবৃন্দ। শনিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুবিদখালী সরকারি কলেজের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সুবিদখালী সরকারি কলেজের অধক্ষ্য(ভারপ্রাপ্ত)আসাদুজ্জামান আজাদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিদখালী সরকারি কলেজের প্রভাষক(অর্থনিতি)জহিরুল হক মামুন,প্রভাষক(ইংরেজী)নিজাম উদ্দীন সাইদ,প্রভাষক(রাষ্ট্রবিঙ্গান)নিজাম হোসেন, সুবিদখালী সরকারি কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক শাকিল হোসেন শায়েক ।

মানববন্ধনে বক্তারা বলেন, কুিষ্টয়ায় জাতির পিতার ভাস্কর্য ভেঙে তাঁর নাম ইতিহাসের পাতা থেকে মুছে ফেলা যাবে না। এ ঘৃণ্য কাজে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রী ও উপজেলার বিভিন্ন সংগঠনের সাংবাদিকবৃন্দ।