সুন্দরগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল্লাহ, বিএনপির মশিউর

0
88

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুন। অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন আবু খায়ের মোঃ মশিউর রহমান(সবুজ)।
শুক্রবার ১৮ ডিসেম্বর এ দুটি দলের পক্ষ থেকে প্রার্থীতা ঘোষণা করা হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের সূত্র জানায়, ১৮ ডিসেম্বর শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির পৌর নির্বাচনের মনোনয়ন বোর্ড সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে পর পর দু’বার নির্বাচিত বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আব্দুল্লাহ আল মামুনকে নৌকার প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রদান করেছেন।

অপরদিকে, বিএনপি দলীয় সুত্রে জানা গেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পৌর নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে পৌর বিএনপির সভাপতি আবু খায়ের মোঃ মশিউর রহমান(সবুজ)কে ধানের শীষের দলীয় মনোনয়ন প্রদান করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বৃহৎ দু’টি দলের পক্ষ থেকে নিজ নিজ দলের প্রার্থীরা ভোট যুদ্ধে মাঠে নামবেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭১ জন। এরমধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ হাজার ৮৬৩ জন এবং নারী ৭ হাজার ২০৮ জন। ৯টি ওয়ার্ডের ৯টি কেন্দ্রের ৪৪টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা নিবার্চন কর্মকর্তা সেকেন্দার আলী জানান, সুন্দরগঞ্জ পৌরসভায় ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।