গোপালপুরে বিশালাকৃতির দুই গাঁজা গাছসহ এক মাদকসেবী আটক

0
89

মো. নুর আলম, গোপালপুর  প্রতিনিধি: টাঙ্গাইলের গোপালপুরে পনেরো হাজার টাকা মূল্যের দুইটি গাঁজা গাছসহ মো. তালেব (৩৮) নামে এক মাদকসেবীকে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাতে নিজ বাড়ি থেকে আটককৃত তালেব উপজেলার বাখুরিয়াবাড়ী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশক্রমে বৃহস্পতিবার রাতে থানার এসআই মুকুল ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চালিয়ে, উপজেলার বাখুরিয়াবাড়ীর তালেবের নিজ বসতবাড়ীতে চাষকৃত দুইটি বিশালাকৃতি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়।

থানা অফিসার ইনচার্জ মো. মোশাররফ হোসেন জানান, আটক তালেব একজন পেশাদার মাদকসেবী। নিজ বাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষ করে সে বিক্রি করতো। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাকে টাঙ্গাইল কোর্টহাজতে প্রেরণ করা হয়।