দিনাজপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আ’লীগের রাশেদ পারভেজ ও বিএনপির  জাহাঙ্গীর আলম

0
84

চৌধুরী নুপুর নাহার তাজ, নিজস্ব প্রতিনিধি: আসন্ন দিনাজপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাশেদ পারভেজ ও বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আওয়ামী লীগ ও বিএনপি তাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। দল দুটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এবং ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম।

১৮ ডিসেম্বর শুক্রবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় রাশেদ পারভেজকে নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করে। অপরদিকে কেন্দ্রীয় বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় জাহাঙ্গীর আলমকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়।

এবারই প্রথম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে রাশেদ পারভেজ দলীয় মনোনয়ন পেলেন। বিএনপি থেকে ২ বারের পৌরসভার নির্বাচিত মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আবারো ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।