ঈশ্বরদীতে আবু বাসার সিদ্দিকীর পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন

0
104

মামুনুর রহমান,সিনিয়ার রিপোটার, পাবনা: আজ মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখ-ের নাম জানান দেওয়ার দিন। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে বিকেলে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে) হানাদার পাকিস্তানি বাহিনী যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

বিশ্বের মানচিত্রে অভ্যুদয় ঘটে নতুন রাষ্ট্র বাংলাদেশের। আজ মহান বিজয় দিবস উপলক্ষে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সহ সভাপতি আবু বাসার সিদ্দিকী বুধবার (১৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী দাশুড়িয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পু®পমাল্য অর্পণের মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ’র যুগ্ন সম্পাদক সামসুল আলম বাদশা মালিথা, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রদীপ কুমার রাম, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খান ,দপ্তর সম্পাদক মহিদুল ইসলাম, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম , ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আনোয়ার জাহিদ স্বপন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাবুল ইসলাম, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি তমিজ প্রধান, ৩নং ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম বকুল , আওয়ামীলীগ নেতা বারেক প্রধান, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, অর্থ সম্পাদক রুহুল কুদ্দুস রুবেল, যুবলীগ নেতা নাঈদ আহামেদ অভি, ফারুক ইব্রাহিম তারেক, রুমন, বাচ্চু, আকরাম, রকিব, জিনাত, রবিউল,দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান উজ্জল, সধারন সম্পাদক হাসানুজ্জামান হাসান, যুগ্ন সম্পাদক জামিল আক্তার সম্রাট , সাংগঠনিক সম্পাদক সাজন অধিকারী সহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে নেতাকর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় পতাকা উত্তোলন ও কিছুক্ষন দাড়িয়ে নিরবতা পালন করেন। এর আগে দাশুরিয়া বাজার হতে বর্ণাঢ্য র‌্যালী বের করে দাশুড়িয়া ট্রাফিকমোড় প্রদক্ষিন করে। দোয়ার মাধ্যমে এই আয়োজন শেষ হয়।