বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উলিপুরে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত

0
84

উলিপুর (কুড়িগ্রাম) উপজেলা সংবাদদাতা: মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামের উলিপুরে বীরমুক্তিযোদ্ধাদের সম্মানে হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে পৌরশহরের ইন্দারারপাড়ে অবস্থিত হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস রিচার্স সেন্টারে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিল উলিপুর উপজেলা শাখার সহযোগিতায় ও ডাঃ আব্দুর রহমান ফাউন্ডেশনের আয়োজনে এ হেল্থ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আজিজ সরকার ও ডাঃ ওবায়দুর রহমান প্রমুখ। এ সময় মুক্তিযোদ্ধাদের সেবাপ্রদানকারী ডাঃ সফিউল ইসলাম, ডাঃ সাইমুন নাহার দিবা, ডাঃ ফজলুল করিম, ডাঃ রওনক ফেরদৌস ও ডাঃ মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।

পরে প্রায় অর্ধশতাধিক বীরমুক্তিযোদ্ধাকে হাইপারটেনশন, ডায়াবেটিস ও বাথ ব্যাথার রোগের চিকিৎসা সেবা দেয়া হয়।