উল্লাপাড়ায় বিজয় দিবস উদযাপিত

0
90

রাজু আহমেদ সাহান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ): নানা কর্মসুচির মধ্যদিয়ে বুধবার উল্লাপাড়ায় মহান বিজয় দিবস উদযাপিত হয়। এ উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মাদ নাহিদ হাসান খান, সহকারী পুলিশ সুপার মাহফুজ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস প্রমুখ।

সভায় বিজয় দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কৃত করা হয়।