উত্তরা ফায়ার সার্ভিসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপিত

0
87

এস,এম,মনির হোসেন জীবন : আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙালি জাতির হাজার বছরের  বীরত্বের এক অবিস্মরণীয় দিবস এ দিন। এদিকে, মহান বিজয় দিবস ২০২০ উদযাপন উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ” দি লাইফ সেভিং ফোর্স” উত্তরা স্টেশনের উদ্যোগে পালন করা হয়। এ জাতীয় দিবসটি যখাযোথ্য মর্যাদায় পালনের লক্ষে আজ ভোরে উত্তরা স্টেশন ভবনে জাতীয় পতাকা ও বিভাগীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় জাতীয় পতাকা উত্তোলন করে উত্তরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম ও স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ।

এলক্ষে ভবন জুড়ে আলোকসজ্বা করা হয়। দুপুরে নিজ কার্যালয়ে স্টেশনের সকল সদস্যদের জন্য এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়া বিকেলে উত্তরা ফায়ার স্টেশনে খেলার মাঠে এক ভলি বল খেলার আয়োজন করা হয়। লাল ও সবুজ দলের মধ্যে এই খেলা অনুষ্টিত হয়। খেলায় লাল দলে নেতৃত্ব দেন সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মনিরুল ইসলাম ও সবুজ দলের নেতৃত্ব দেন স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ। খেলা শেষে লাল দল জয়লাভ করে।