মির্জাপুর হানাদারমুক্ত দিবস উদযাপন

0
100

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ১৩ই ডিসেম্বর মির্জাপুর পাক হানাদারমুক্ত দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদের সামনে থেকে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে একটি বর্নাঢ্য র‌্যালি হয়। পৌর সদরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ শেষে পুরাতন মহাসড়ক সংলগ্ন “মুক্তিযোদ্ধা কমপ্লেক্স” এর সামনে গিয়ে সমাপ্ত হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনসহ অন্যান্য মুক্তিযোদ্ধাবৃন্দ ও উপজেলা প্রশাসন-পরিষদের কর্মকর্তা-জনপ্রতিনিধিগণ।

মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এম.পি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক, সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা বিশ্বাস দুর্লভ চন্দ্র, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোশারফ হোসেন মনি, বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ, বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুনসহ উপজেলার মুক্তিযোদ্ধাবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনায় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন।