গরীব অসহায় হতদরিদ্রদের মাঝে সাংবাদিক রফিকুল ইসলামের শীতবস্ত্র বিতরণ

0
91

পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহীর দূর্গাপুর উপজেলার নিজ গ্রামে অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজশাহী ব্যুরো রফিকুল ইসলাম। আজ রবিবার এই শীতবস্ত্র বিতরণ করেন তিনি। এর আগেও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

নিজ এলাকায় বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে সব সময় থাকেন তিনি। তার এই মানবিকতা কাজের জন্য ইতিমধ্যেই নিজ এলাকা সহ সাংবাদিকদের মাঝেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। এ সময় সামাজিক যোগাযোগেও অসংখ্য ভক্ত বন্ধু-বান্ধের অভিনন্দন ও প্রশংসা করতে দেখা যায়। তিনি বলেন, করোনায় দেশ যখন ক্রান্তিকাল পার করেছে তখন থেকেই আমি আমার এলাকাসহ গরীব মানুষের জন্য অনেক ভাবে অনেক কিছু করেছি।

এই শীতার্ত গরীব-দুঃখী মানুষের পাশে সরকারের পাশাপাশি সমাজের ধনী সমাজসেবক সেচ্ছাসেবী বিত্তবানদের আহবান করেন তিনি।