খুলনা মহানগরীতে গাঁজার গাছ সহ ৩ জন আটক

0
90

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ৩ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১ টি গাঁজার গাছ এবং ৫৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

কেএমপি’র সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( এডিসি, হেডকোয়ার্টার, কমিউনিটি পুলিশিং কমিটি এ্যান্ড মিডিয়া, কেএমপি ) কানাইলাল সরকার ১৩ ডিসেম্বর রবিবার তরঙ্গ নিউজকে উল্লেখিত তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো – খুলনা মহানগরীর খালিশপুর থানার পোড়া মসজিদ আলমনগর ওলির বাড়ী আব্দুর রহমানের ছেলে মোঃ জাহাঙ্গীর শিকদার(৩০), একই ঠিকানার ইসহাক আলীর ছেলে মোঃ রফিকুল আলম(২৮), সোনাডাঙ্গা মডেল থানার সরকারী জয়বাংলা কলেজের বিপরীতে মৃত কেএম জহিরুল ইসলামের ছেলে কেএম ইকবাল হোসেন ওরফে মুন (৩৫)।