ঘোড়াঘাটে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরন

0
98

ঘোড়াঘাট( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে পৌর যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ ওয়াকার আহম্মেদ নান্নুর পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্তরে নিজ তহবিল থেকে বেশ কয়েকজন অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।

মোঃ ওয়াকার আহম্মেদ নান্নু বলেন, আমি আমার সাধ্য মত চেষ্টা করে যাচ্ছি সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর। পুরো শীতকাল জুড়ে আমি দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।

কম্বল বিতরন শেষে ঘোড়াঘাট পৌর আওয়ামী যুবলীগের আয়োজনে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে উপজেলা পরিষদের সামনে পৌর যুবলীগের আহ্বায়ক মোঃ ওয়াকার আহমেদ নান্নুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় । এ সময় পৌর আওয়ামী যুবলীগের নেতাকর্মী ও এলাকার লোকজন বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে ।