মির্জাপুরে ব্যারিস্টার সীমান্তকে ছাত্রলীগের সংবর্ধনা

0
93

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের মির্জাপুরে ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তকে সংবর্ধনা দিয়েছে পৌর ছাত্রলীগ। শনিবার (১২ ডিসেম্বর) সকালজুড়ে উপজেলার পৌরসদরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ অনুষ্ঠান হয়।

পৌর ছাত্রলীগের সভাপতি মো. আবুবকর সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াকিল আহমেদ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য সাইদুর রহমান খান বাবুল, জেলা আ.লীগের সদস্য মেজর এ. হাফিজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, ইবিএস গ্রুপের পরিচালক রাফিউর রহমান খান ইউসুফজাই, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম শিপলু, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. সোহেল রানা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাজী আবুল হোসেন, যুবলীগের আহ্বায়ক শামীম আল মামুন, যুগ্ম-আহ্বায়ক আজহারুল ইসলাম ও আবিদ হোসেন শান্ত, পৌর যুবলীগের সভাপতি ইয়াছিন উদ্দিন হিরা, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিয়াম, মির্জাপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. মোবারক হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন প্রমুখ।

এসময় উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে উক্ত স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত অতিথিবৃন্দ ও সকলে। পরে পৌর ছাত্রলীগ, বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগসহ পোষ্টকামুরী গ্রামের একাধিক ব্যক্তিবর্গ ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা জানায়।

উল্লেখ্য ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্ত বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন এবং সে টাঙ্গাইল-০৭ আসনের এম.পি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেনের পুত্র। সে লন্ডনের কুইনমেরী ইউনিভার্সিটি থেকে ব্যারিস্টার অর্জন করেছেন।