রামপালে আমাদের গ্রাম ডিজিটাল স্বাস্থ্য সেবার উদ্ভোধন

0
93

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:  রামপালে আমাদের গ্রাম সমাজভিত্তিক ডিজিটাল স্বাস্থ্য সেবা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির সহায়তায় তাৎক্ষনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার সকাল ১১ টায় রামপালের শ্রীফলতলা আমাদের গ্রাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্রে এ প্রকল্পের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এ সময় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার,মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা মোদাচ্ছের আলী, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন অর রশিদ, বাগেরহাট জেলা প্রশাসক মামুনুর রশীদ সহ বিশিষ্ট জনেরা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহাপরিচালক দূর্নিতী দমন কমিশনের যুগ্ন সচিব এ কে এম সোহেল, রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, এসিল্যান্ড শোভন কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, রামপাল থানার ওসি মঞ্জুরুল আলম,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার শেখ আব্দুল জলিল, সদর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আরাফাত হোসেন কচি ,আমাদের গ্রাম প্রকল্প পরিচালক সেলিম রেজা,ছাত্রলীগ সভাপতি হাফিজুর রহমান,সাধারন সম্পাদক শেখ সাদী সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

এই প্রকল্পের মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, মাতৃত্বকালীন পরামর্শ ও সেবা ফোনকলের মাধ্যমে জনগনের দোরগোড়ায় পৌছে দেয়া হবে। আমাদের গ্রাম ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ১৯৯৬ সাল থেকে মাঠ পর্যায়ে বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। স্তন ক্যান্সার নিরীক্ষা ও গবেষনার মাধ্যমে তারা তৃণমূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।