কেএমপির অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ ৬ জন আটক

0
89

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘন্টায় ১১৬ পিস ইয়াবাসহ ৬ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র সদর দপ্তরের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ( এডিসি, হেডকোয়ার্টার, কমিউনিটি পুলিশিং কমিটি এ্যান্ড মিডিয়া, কেএমপি ) কানাইলাল সরকার ১১ ডিসেম্বর শুক্রবার তরঙ্গ নিউজকে উক্ত তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলো – খুলনা মহানগরীর শামসুর রহমান রোডের আঃ জলিল মুন্সির ছেলে ইব্রাহিম মুন্সি (২৬), গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার সদ্দি এলাকার মোঃ কালাম শেখের ছেলে মোঃ হৃদয় শেখ (১৯), নগরীর বানরগাতী বাজার মোড় এলাকার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ হাসিব হাওলাদার (২২), নগরীর গিলাতলা মোল্যা পাড়া এলাকার মৃতঃ আজাদ মোল্যার ছেলে মোঃ মেহেদী হাসান (২২), গল্লামারী কসাই খানা এলাকার দীন মোহাম্মদের ছেলে মোঃ সোহেল (৩৮) এবং পিরোজপুরের গজালিয়া মোল্লাবাড়ী এলাকার মৃতঃ নূরুল হকের ছেলে মোঃ মিজান (৩৪)।