গোপালপুরে হানাদারমুক্ত দিবস পালিত

0
81

মো. নুর আলম, গোপালপুর প্রতিনিধি: নানা আয়োজনে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা পাকহানাদারমুক্ত দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে। শোভাযাত্রাটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সোবহান তুলা’র সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিকাশ বিশ্বাস, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার তোরাপ আলী শিকদার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১সালের ১০ ডিসেম্বর বেলা ৩ টায় ভারতীয় ৩টি মিগ-২১ বিমান গোপালপুর ও ঘাটাইল থানার উপর একযোগে ট্রাম্পিং করে। দুই থানার ক্যাম্পে অবস্থিত পাকসেনা ও রাজাকারেরা বাঁচার তাগিদে রাতের আঁধারে গোপালপুর থেকে পালিয়ে যায়।

এদিকে বিমান হামলায় ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকায় গোপালপুর থানার সূতি, নন্দনপুর, ভূয়ারপাড়া, চরপাড়া, গোপালপুর গরুহাটিসহ বিভিন্ন জায়গায় অবস্থান নেয়া মুক্তিযোদ্ধারা নিরাপদ দূরত্ব থেকে পাক সেনাদের ঘেরাও করে রেখেছিলেন। পাক সেনাদের পালিয়ে যেতে দেখে তারা মিঞা কমান্ডার ও চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা তাদের ধরার জন্য ধাওয়া করেন। প্রায় ১ ঘন্টা গোলাগুলি হয়।

১০ ডিসেম্বর সকাল ১০ টার মধ্যে শত্রু সেনা গোপালপুর থানা থেকে পালিয়ে যায়। সকাল ১১ টা ৩০ মিনিটে আরজু কোম্পানীর চাঁদ মিঞার প্লাটুনের মুক্তিযোদ্ধারা গুলি করতে করতে গোপালপুর থানায় প্রবেশ করেন। সেই সাথে গোপালপুর থানা হানাদার মুক্ত হয়ে মুক্তিযোদ্ধাদের দখলে আসে।