মির্জাপুরে ব্যারিস্টার সীমান্ত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

0
182

রাব্বি ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ব্যারিস্টার তাহরিম হোসেন সীমান্তকে সংবর্ধনা উপলক্ষে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে ব্যারিস্টার তাহ্রিম হোসেন সীমান্ত গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে ওই ইউনিয়নের ছলিমনগর খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক।

অনুষ্ঠানে পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সহ-সম্পাদক ব্যারিস্টার তাহ্রিম হোসেন সীমান্ত।
এসময় সহকারি কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন ও সমবায় ফেডারেশনের চেয়ারম্যান খন্দকার বিপ্লব মাহমুদ উজ্জল, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন, মির্জাপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সালাহ্ উদ্দিন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, ইউনিয়ন যুবলীগের সম্পাদক সাইম সিকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মো. পারভেজ সিকদার, সম্পাদক আমির খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, কোদালিয়া বটতলা যুব সংঘ মির্জাপুর বনাম সখিপুর স্পোর্টস্ একাডেমি টাঙ্গাইল। উক্ত খেলায় নির্ধারিত সময়ের মধ্যে ০২-০২ গোলে ড্র হয়। নিয়মানুযায়ী ট্রাইবেগারের মাধ্যমে কোদালিয়া স্পোর্টস্ ক্লাব মির্জাপুর ০৪-০৫ গোলে বিজয়ী হয় সখিপুর স্পোর্টস্ একাডেমি টাঙ্গাইল। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে গোল্ডকাপ এবং চেক প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।