মিরপুরে হেরোইনসহ গ্রেফতার ৩

0
81

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকা থেকে ১০০ গ্রাম হেরোইনসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ আসাদুজ্জামান (২৭), মোছা: সাহেরা বেগম (৫৫), ও মোছা: গোলাপী (৬০)।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু ডিএমপি নিউজকে জানান, ৯ ডিসেম্বর সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর মডেল থানার নিউরোজ হ্যাভেন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম। তিনি বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইন ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা রুজু হয়েছে।- ডিএমপি নিউজ