পুরো বিশ্বের জন্য উন্মুক্ত হলো থাইল্যান্ড

0
90

নতুন সংশোধিত বিশেষ টুরিস্ট ভিসা (এসটিভি) ও দীর্ঘকালীন কর্মসূচির আওতায় যে কোনো পর্যটককে এই করোনা পরিস্থিতিতেও থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার। মঙ্গলবার(৮ ডিসেম্বর) দেশটির উপ-সরকারের মুখপাত্র রাছদা ধ্নাদিরেক এক বিবৃতিতে জানান, পর্যটকদের থাইল্যান্ডের সব জায়গায় ভ্রমণের অনুমতি দিলেও থাইল্যান্ডে আসার পর তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন পালন করতে হবে।

তিনি আরো বলেন, তাদের পর্যটন শিল্পকে ফিরিয়ে আনার জন্যই দেশটির সরকার এই নীতিটি প্রণয়ন করেছে। থাইল্যান্ডের অর্থনীতির একটা বড় অংশ তাদের পর্যটন শিল্পের ওপর নির্ভর করে। এদিকে করোনার দ্বিতীয় ওয়েভকে গুজব আখ্যা দিয়ে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ুত চ্যান-ও-চ বলেন যে থাইল্যান্ডে মহামারী হিসাবে তারা কোনো করোনার দ্বিতীয় তরঙ্গ অনুভব করছে না। তিনি জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে শুধু মিডিয়ার মিডিয়ার প্রকাশিত করোনার অপ্রত্যাশিত খবরের কারণেই তাদের প্রচুর হোটেল বুকিং বাতিল করা হয়েছে।