কুয়াশায় যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ

0
107

চলমান কুয়াশা পরিস্থিতিতে যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার রাজধানীসহ দেশর উত্তরাঞ্চলে ঘন কুয়াশা পরিলক্ষিত হয়েছে। এছাড়া সারা দেশেই মাঝারি কুয়াশা দেখা গেছে। এদিকে, দেশের উত্তরাঞ্চল দিয়ে অবশেষে আসতে শুরু করেছে শীতের হিমেল বাতাস। রংপুর থেকে রাজশাহী পর্যন্ত ঘন কুয়াশা আর হিম হিম বাতাস ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলজুড়ে শীত ও কুয়াশার সঙ্গে ঝিরঝির বৃষ্টিও শুরু হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশা, হালকা বৃষ্টি আর শীতল বাতাস বয়ে যেতে পারে। আর এতে আরও বাড়তে পারে শীতের অনুভূতি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি কুয়াশা থাকতে পারে। আবহাওয়াবিদরা জানান, বৃহস্পতিবার মেঘ কেটে গিয়ে শীত বাড়তে পারে। তবে কয়েক দিনের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরেকটি লঘুচাপ। তখন আবারও আকাশ মেঘলা হয়ে শীত কমে আসতে পারে।