বিরামপুরে নারী নির্যাতনের প্রতিবাদে মানব-বন্ধন অনুষ্টিত

0
117

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:  নারী প্রতি সকল প্রকার নির্যাতনকে না বলুন এই প্রতিপাদ্যবিষয়কে সামনে রেখে আজ দিনাজপুরের বিরামপুরে (৮ডিসেম্বর) মঙ্গলবার সকাল ১১ টায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২০ উদযাপন উপলক্ষে বিরামপুর উপজেলা চত্তরে মানব-বন্ধন পালিত হয়েছে।

বিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে এবং ওর্যাল্ড ভিষণ বাংলাদেশ বিরামপুর (এপি) এর সহযোগীতায় মানব-বন্ধন ও গণস্বাক্ষর দিবস পালিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, বিরামপুর সরকারি কলেজের উপাধক্ষ্য আদিত্য অপু, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, ওয়ার্ল্ড ভিষন বাংলাদেশ বিরামপুর (এপি) ম্যানেজার নরেশ মারান্ডি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিরামপুর প্রেস ক্লাবের সাংবাদিকগণ, নারীবাদী সংগঠনের নেতৃবৃন্দপ্রমুখ।