সিরাজদিখানে চেয়ারম্যান প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

0
87

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী ও মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিসুর রহমান মৃধা এলাকাবাসীর সাথে মতবিনিময় করেছেন।  সোমবার বিকালে কাজীরবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙিনায় নির্বাচনি প্রচার প্রচারণার অংশ হিসেবে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভা করেন ।

আব্দুল কাদির কাজীর সভাপতিত্বে ও আব্দুল কাদির রিপনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী খলিলুর রহমান কাজী। এছাড়া আরো উপস্থিত ছিলেন, মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য আব্দুল কাজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আকমল হোসেন সুবল, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক লস্কর, মালখানগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি বাবুল কাজী, মালখানগর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন, ৬ নং ওয়ার্ডা আওয়ামী লীগের সভাপতি মালেক কাজী, ৭ নং ওয়ার্ডা আওয়ামী লীগের সভাপতি কালাচান মোল্লা, মালখানগর ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য আবু সাঈদ দেওয়ান, সাবেক ইউপি সদস্য মালন কাজী।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, শেখর নাগ, ফরহাদ হোসেন শ্যামলসহ মালখানগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ মালখানগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।