বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা প্রদান করবে ইয়াসমিন দেলোয়ার ডায়গণষ্টিক

0
234
মুন্সীগঞ্জ জেলা

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে যাচ্ছে ইয়াসমিন দেলোয়ার ডায়গণষ্টিক সেন্টার এন্ড মর্ডান হাসপাতাল লিমিটেড। আগামী ১৬ ডিসেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত একদল বিশেষজ্ঞ ডাক্তার বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

উপজেলার ষোলঘর বাস স্ট্যান্ড সংলগ্ন হাসপাতালটি বিজয় দিবস উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বলে প্রতিষ্ঠানটির পরিচালক মো. রবিন মিয়া নিশ্চিত করেন। তিনি বলেন, দিবসটি উপলক্ষে হাসপাতালে ফ্রি ক্যাম্প স্থাপন করা হবে। সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিনামূল্যে রোগীদের এই সেবা প্রদান করা হবে। মো. রবিন মিয়া আরো বলেন, সামাজিক দায়বদ্ধতার স্থান থেকে আমরা বিশেষ দিনে মানব জাতির কল্যাণে ফ্রি ক্যাম্পের করে আসছি। এরই ধারাবাহিকতায় আগামী ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবস উপলক্ষে রোগীদের এই সেবা প্রদান করবেন।