বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে শ্রীনগরে যুবলীগের বিক্ষোভ মিছিল

0
85

আরিফুল ইসলাম শ্যামল: কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে মুন্সীগঞ্জের শ্রীনগরে যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রোববার বেলা ১১ টার দিকে শ্রীনগর পোষ্ট অফিসের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ডাক বাংলা মার্কেটের সামনে এসে শেষ হয়। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সহ-সভাপতি স্বপন রায়, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাজী নেছার উল্লাহ সুজন, সাংগঠনিক সম্পাদক কামরুল মৃধা, যুবলীগ নেতা সাজেদুল আলম ওপেল, কাউসার আহমেদ রনি, হাবিবুর রহমান উজ্জ্বল, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাকির হোসেন, ফাহিম ইসলাম প্রিন্স, তোফায়েল আহমেদ, শাহ আলম প্রমুখ।