কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সরিষাবাড়ীতে বিক্ষোভ মিছিল

0
80

তৌকির আহাম্মেদ হাসু সরিষাবাড়ী(জামালপুর)থেকেঃ কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের উদ্দ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিন করে শিমলা বাজার বঙ্গবন্ধু চত্বরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন,সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ,মনির উদ্দিন,যুগ্ম সাধারণ সম্পাদক এম এ গণি,সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, তথ‌্য প্রতিমন্ত্রীর প্রতিনিধি যুবলীগ নেতা সাখাওয়াত আলম মুকুল,পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান,সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ,পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ আলী,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বেগম জোহুরা লতিফ,সাধারন সম্পাদিকা মাহমুদা শিখা,উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম,জাতীয় শ্রমিক লীগ সরিষাবাড়ী আ লিক শাখার সাধারন সম্পাদক জাহিদুর রহমান,পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন চাকলাদার প্রমুখ। প্রতিবাদ মিছিল সমাবেশে আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

বক্তারা বলেন, কুষ্টিয়া পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরকারীদের সনাক্ত করে যারা জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি’র দাবি জানান।