বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল

0
70

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: রামপাল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে রবিবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। (০৪ ডিসেম্বর) শুক্রবার কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিলটি উপজেলার গুরুত্ত পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানার মোড়ে সমাবেত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারন সম্পাদক শেখ সাদী প্রচার সম্পাদক উত্তম চক্রবর্তী, মেহেদি হাসান রাজুসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ। আপরদিকে রামপাল উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত (০৪ ডিসেম্বর) শুক্রবার কুষ্টিয়া পৌরসভার পাঁচ রাস্তার মোড়ে স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবির কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল রামপাল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্ত পূর্ন সড়ক প্রদক্ষিন শেষে থানার মোড়ে সমাবেত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হামিম নূরী, যুবলীগ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ নাসির উদ্দিন, জেলা পরিষদ সদস্য অসিত বরন কুন্ডু, সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আরাফাত হোসেন কচি, উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মনির আহমেদ প্রিন্স, ছাত্রলীগ সভাপতি মোঃ হাফিজুর রহমান ছাত্রলীগ সাধারন সম্পাদক শেখ সাদী, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক গোলাম ইয়াছিন রাজু, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সদর ইউনিয়ন সভাপতি শেখ আঃ সালাম