টিকটকের ভিডিও এখন ৬০ সেকেন্ড থেকে ৩ মিনিট

0
85

সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে শর্ট ভিডিওর চল। এর মধ্যে টিকটকের ভিডিওর প্রতি বেশি আকৃষ্ট হতে দেখা যায় নেটিজেনদের। এতদিন টিকটকের শর্ট ভিডিওর ব্যাপ্তি ছিল ৬০ সেকেন্ড। তবে এখন থেকে বড় ভিডিও আপলোড করা যাবে প্ল্যাটফর্মটিতে, যার ব্যাপ্তি ৩ মিনিট পর্যন্ত।

টাইমস অব ইন্ডিয়া জানায়, সম্প্রতি টুইটারে বেশ কয়েকজন ব্যবহারকারী লিখছেন যে, তারা টিকটকে তিন মিনিটের ভিডিও আপলোড করতে পারছেন। এই শর্ট ভিডিও মেকিং প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা আগে ৬০ সেকেন্ডের ভিডিও শেয়ার করতে পারতেন। তবে এবার শুধু অ্যাপ থেকেই নয়। ডেস্কটপ থেকেও টিকটক ব্যবহারকারীরা তিন মিনিটের ভিডিও আপলোড করতে পারছেন।

প্ল্যাটফর্ম নতুন এ পরিবর্তন প্রথম লক্ষ্য করেন সোশ্যাল মিডিয়া কনসালট্যান্ট ম্যাড নাভারা। আর তারপরই তিনি একটি টুইট করেন। সেখানে জানান যে, টিকটকে এবার থেকে তিন মিনিটের ভিডিওও শেয়ার করা যাচ্ছে। তবে জানা গিয়েছে যে, নতুন এই ফিচার আপাতত পরীক্ষামূলকভাবে চালু করেছে টিকটক।