মুক্তিযোদ্ধার নামে ৮ সড়কের নামকরনের উদ্বোধন করলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান

0
86

তৌকির আহামেদম্ম হাসু, সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: জাতির জনক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধার নামে ৮ টি সড়কের নামকরনের উদ্বোধন করেছেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান। শনিবার বিকেল ৫ টায় সরিষাবাড়ী পৌরসভা মেয়র (দায়িত্ব প্রাপ্ত)এর বাস্তবায়নে পৃথক পৃথক স্থানে ৮ টি সড়কের উদ্বোধন করা হয়।

সরিষাবাড়ী পৌর সভার শিমলা বাজার আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মেইন রোড় হতে শিমলা বাজার হয়ে রেলী ব্রীজ সড়ক পর্যন্ত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল মালেক সড়ক,সরিষাবাড়ী উপজেলা পরিষদ গেট হইতে মজিদ চেয়ারম্যান সাহেবের বাড়ীর সামনের রাস্তা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সড়ক.পৌর সভার শিমলা বাজার পাবনা পট্রি মেইন রোড় হতে গনময়দান হয়ে শুয়াকৈর ব্রীজ সড়কটি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল গনি সড়ক, পৌর সভার এ আর এ জুট মিল হতে কেন্দ্রীয় জামে মসজিদ ভায়া রেলওয়ে কলোনী বীর মুক্তিযোদ্ধা মরহুম প্রকৌশলী মোহাম্মদ আলী সড়ক, পৌর সভার জে এম সি রোড় হইতে চর জামিরা সড়ক শহীদ বীর মুক্তিযোদ্ধা মরহুম জমশের আলী সড়ক,পৌর সভার পোষ্ট অফিস রেলওয়ে ক্রসিং হইতে ঝালুপাড়া মেইন রোড় ভায়া সরিষাবাড়ী মহিলা কলেজ বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হালিম সরকার সড়ক, পৌর সভার ধানাটা ব্রীজ সংযোগ সড়ক হতে কাঠারিয়াবাড়ী হয়ে চকহাটবাড়ী শেষ সীমা পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন সড়ক,সরিষাবাড়ী রেলওয়ে ষ্ট্রেশন হয়ে পূর্ব দিক মহাদান ইউনিয়ন সড়ক বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ সড়ক নামকরনের উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান।

এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার(সাবেক)বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সহ সভাপতি মনির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ,পৌরসভার (দায়িত্ব প্রাপ্ত) মেয়র মোহাম্মদ আলী,জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক,সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মোঃ ফজলুল করীম,পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন মুকুল,উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক মিজানুর রহমান মিজু,সদস্য সামিরুল খান, পৌর যুবলীগের সাধারন সম্পাদক সুমন চাকলাদার সহ স্থানীয় বিশিষ্ট জনেরা ও দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।