‘মুই কিছুই পামনাই বাহে’ কৃষি কর্মকর্তাকে কৃষক

0
89

এম এ মাসুদ, সুন্দরগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ ‘মুই কিছু পাম নাই বাহে’ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা ই মাহমুদকে এমন কথাই বলছিলেন এক কৃষক। বুধবার বিকেলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে কৃষি ডিলারের দোকান পরিদর্শনে গেলে কৃষি বান্ধব এ কর্মকর্তাকে সামনে পেয়ে রামভদ্র খানাবাড়ি এলাকার মৃত ছয়িম উদ্দিনের পুত্র আদর্শ কৃষক মফিজুল হক এ কথা বলেন।

ওই কৃষক ১২ বিঘা জমিতে বোরে চাষ করেন বলে জানা যায়। কিন্তু তিনি কোনদিনও কৃষি অফিস থেকে প্রনোদনা, পুনর্বাসন বা প্রদর্শনী পাননি। তাই কৃষি কর্মকর্তাকে সামনে পেয়ে তিনি এই অনুযোগ করেন। তার অনুযোগ শুনে মাঠ পর্যায়ে দিন-রাত চষে বেড়ানো, কৃষক বান্ধব, সর্বোপরি মানবিক এ কর্মকর্তা তাকে ব্যক্তিগতভাবে উপহার হিসেবে তাৎক্ষণিক ধান বীজ এর প্যাকেট ওই কৃষকের হাতে তুলে দেন।

এক ফেসবুক স্টাটাসে সৈয়দ রেজা ই মাহমুদ বলেন, তার মুখের হাসিতে যে সন্তুষ্টি তা সত্যিই আমার জন্য বড় অনুপ্রেরণা। ভালথাকুক এই সব অভিমানী সাদা মনের ভাল মানুষগুলো।

প্রসঙ্গত কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা উপজেলায় নতুন নতুন ফসল উৎপাদনের উদ্যোগ নিয়ে কৃষিতে এক সবুজ বিপ্লব সূচীত হয়েছে।