খুলনার দাকোপে মাছ ধরার সরঞ্জাম, কীটনাশক ও চিংড়ি মাছসহ ৯ জন গ্রেফতার

0
78

আহছানুল আমীন জর্জ, খুলনা : খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদী হতে ( ১) ৪ টি বিভিন্ন সাইজের কাঠের তৈরী ডিঙ্গি নৌকা, (২) সর্বমোট ২৯০০ ফুট মাছ ধরার জাল, (৩) মাছ মারার কীটনাশক ৪ (চার) বোতল এবং সর্বমোট অানুমানিক ২৫ (পঁচিশ) কেজি চিংড়ি ও বিভিন্ন ধরনের মাছসহ ৯ জনকে গ্রেফতার করা হয় ।

খুলনা জেলা পুলিশ সুপার জনাব, এস.এম শফিউল্লাহ (বিপিএম) মহোদয়ের নির্দেশনায় জিএম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এর সার্বক্ষণিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা, খুলনার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই (নিঃ) এমডি আসাদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দাকোপ থানাধীন সুন্দরবন এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০/১১/২০২০ তারিখ রাত ১১ টা ৫৫ মিনিটে শ্রীনগর অবস্থান করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালের মধ্যে কিছু অসাধু ব্যাক্তি খালে কীটনাশক প্রয়োগ করে মাছ শিকার করছে।

উক্ত সংবাদের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহন করার নিমিত্তে তাৎক্ষনিকভাবে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ট্রলার যোগে দ্রুত রওনা হয়ে ০১/১২/২০২০ তারিখ ভোর রাত অানুমানিক ০৪.৪৫ ঘটিকার সময় দাকোপ থানাধীন কালাবগি সুন্দরবন এলাকার ভদ্রা নদীর খালের মধ্যে উপস্থিত হইলে আসামীগন পুলিশের উপস্থিতি টের পেয়ে ডিঙ্গি নৌকা নিয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামি ১। মোঃ রিয়াদুল হাওলাদার (৪০), পিতা- মোঃ মালেক হাওলাদার, মাতাঃ রাহেলা বেগম, সাং- খেজুরিয়া, থানা- দাকোপ, জেলা-খুলনা, ২। মোঃ রফিক খান (৪৫), পিতা- মৃত আব্দুল মজিদ খান, মাতা-মোছাঃ তহমিনা বেগম, সাং-খুন্তাকাটা, থানা-শরণখোলা, জেলা-বাগেরহাট’ ৩। মোঃ মহিদ হাওলাদার (১৮), পিতা- মোঃ কালাম হাওলাদার, মাতা-মমতাজ বেগম, সাং-খেজুরিয়া, ৪। মোঃ সাহিদুল্লাহ শেখ (২৮), পিতা-মোঃ আলী হাফেজ শেখ, মাতা- মোছাঃ হামিদা বেগম, সাং- ঢাংমারি, ৫। মহিতোষ বাইন (৪০), পিতা- গোবিন্দ বাইন, মাতা-গোলাপী বাইন, সাং-খেজুরিয়া, ৬। জাহাঙ্গীর হাওলাদার (৪৫), পিতা-মৃত মকবুল হাওলাদার, মাতা- শাফিয়া বেগম, সাং- বানিয়াশান্তা, ৭। মোঃ ইছাক মোল্যা (৩৮), পিতা- মৃত শামছুর মোল্যা, মাতা- সুখকুল বিবি, সাং- কালাবগি (উত্তরপাড়া), ৮। মোঃ শহিদুল হাওলাদার (৩৫), পিতা- মোঃ মালেক হাওলাদার, মাতা- রাহেলা বেগম, সাং-খেজুরিয়া, ৯। মোঃ রুবেল গাজী (২৫), পিতা-মোঃ আহম্মদ গাজী, মাতা- রওশনারা বেগম, সাং-খেজুরিয়া, সর্ব থানা-দাকোপ, জেলা-খুলনা- দেরকে ধৃত পূর্বক তাদের হেফাজত হতে আলামত ১। ০৪ টি বিভিন্ন সাইজের কাঠের তৈরী ডিঙ্গি নৌকা, ২। সর্বমোট ২৯০০ ফুট মাছ ধরার জাল, ৩। মাছ মারার কীটনাশক ০৪(চার) বোতল এবং নৌকা হইতে সর্বমোট ২৫ (পঁচিশ) কেজি চিংড়িসহ বিভিন্ন ধরনের মাছ মাছ উদ্ধার করেন।

পরবর্তীতে সাক্ষীদের মোকাবেলায় ০১/১২/২০২০ তারিখ সকাল ০৫.২০ ঘটিকার সময় টর্চ লাইটের আলোতে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করেন। এ সংক্রান্তে জেলা গোয়েন্দা শাখা, খুলনার এসআই (নিঃ)/ এমডি আসাদুল ইসলাম বাদী হয়ে আসামিদের বিরুদ্ধে দাকোপ থানায় বন আইনে মামলা দায়ের করেন।