বঙ্গোপসাগের পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো দুইদিনের রাস পূজা

0
89

মোংলা প্রতিনিধি: পূণ্যস্নানের মধ্যদিয়ে শেষ হলো দুবলার চরের দুইদিনের রাস পূজা। সোমবার ভোরে সূযর্য উঠার আগেই পূণ্যার্থীরা সাগরের লোনা জলে স্নান করেন। স্নানের পূর্বে সাগর পাড়ে মনের আশার পূরণ ও পূণ্য লাভের আশায় প্রার্থনা করেন তারা। এর আগে রবিবার পূজার সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সোমবার ভোরে স্নান শেষে পূণ্যার্থীরা সকালেই সকলের গন্তব্যে ফিরতে শুরু করেছেন।

করোনা পরিস্থিতির কারণে এবার সুন্দরবনের দুবলার চরে রাস উৎসব বা মেলা হয়নি। এছাড়া শুধুমাত্র সনাতন (হিন্দু) ধর্মাবলম্বীদের ছাড়া অন্য কোন ধর্মের মানুষকেও সেখানে যেতে দেয়া হয়নি। এর আগে ২০১৯ সালে ঘূর্ণিঝড় বুলবুলে কারণে রাস পূজা ও পুণ্যস্নান উপলক্ষ্যে কোন মেলা বা উৎসব হয়নি।