পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগের রবিউল ইসলাম রবি এবং বিএনপির আল মামুন খান

0
103

পুঠিয়া প্রতিনিধিঃ আসন্ন পুঠিয়া পৌরসভা নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেয়েছে বর্তমান মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি রবিউল ইসলাম রবি এবং বিএনপির মনোনয়ন পেয়েছে সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন।

শনিবার বিকালে গণভবনে স্থানীয় সরকার নির্বাচনে আ’লীগের মনোনয়ন বোর্ডের সভায় রবিউল ইসলাম রবিকে মনোনয়ন দেওয়া হয়। এ সভায় মোট ২৫টি পৌরসভার নির্বাচনে অ’লীগের প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়। সভা শেষে আ’লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এছাড়াও গত বুধবার জেলা বিএনপির পার্টি অফিসের বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় আল মামুনকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত গ্রহন কর হয়।

পরে বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তা জানানো হয়। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপে পুঠিয়া পৌরসভাসহ দেশের ২৫টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। ভোট গ্রহন হবে ইভএমে।