জগদীশ চন্দ্র বসুর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন

0
74

আরিফুল ইসলাম শ্যামল: বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী স্যার জগদীশ চন্দ্র বসুর ১৬৩তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। শনিবার সকালের দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে প্রতিষ্ঠানের গভর্নিং বডির আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়াও সচিব দুলাল কৃষ্ণ সাহা’র সচিব পদে পদোন্নতি উপলক্ষ্যে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজের অধ্যক্ষ মো. ফরহাদ আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, গভর্নিং বডির সদস্য বিলাশ খান, আবু তালেব লালু, সাঈদুজ্জামান খান, লেখক সুমন্ত রায় প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাপ্রতিষ্ঠানটির সিনিয়র শিক্ষক মনীন্দ্র নাথ বালা।

উল্লেখ্য, জগৎ বিখ্যাত বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু ৩০ নভেম্বর ১৮৫৮ খ্রী: জন্ম গ্রহন করেন ও ২৩ নভেম্বর ১৯৩৭ খ্রী: তিনি মৃত্যুবরণ করেন।