যেসব দেশে করোনার প্রকোপ কমছে, তাদেরও সতর্ক থাকতে হবে

0
89

যেসব দেশে কোভিড-১৯ শনাক্তের সংখ্যা কমছে, সেসব দেশগুলোকে এখনো ‘সতর্ক’ থাকা প্রয়োজন বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এক জরুরি ভার্চুয়াল ব্রিফিংয়ে গতকাল শুক্রবার ডব্লিউএইচওর কর্মকর্তা মারিয়া ভ্যান কেরখোভ এ কথা বলেন। চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভ্যান কেরখোভ বলেন, ‘যদি করোনা শনাক্তের সংখ্যা কমতেও থাকে, তাও সব দেশগুলোকে সচেতন থাকতে হবে। এর আগেও আপনারা এ বিষয়ে শুনেছেন, তাও আমরা এ বিষয়ে জোর দিচ্ছি। আপনারা আপনাদের সতর্ক অবস্থান থেকে সরে আসবেন না।’

‘প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পর সংক্রমণটি হ্রাস পাচ্ছে দেখে ভালো লাগছে। তবে এখনো হাল ছাড়ার সময় আসেনি,’ বলেন কেরখোভ। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত বিশ্বে মোটা করোনা শনাক্ত রোগীর সংখ্যা ছয় কোটি ১৯ লাখ ৮৮ হাজার ছাড়িয়েছে, এ ছাড়া মৃত্যু হয়েছে ১৪ লাখ ৪৯ হাজারের বেশি মানুষের।