গ্রেড ও বেতন বৈর্ষম্যের দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

0
77

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: স্বাস্থ্য পরিদর্শকদের ১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১২ ও স্বাস্থ্য সহকারীদের জন্য ১৩তম গ্রেড প্রদানের মাধ্যমে বেতন বৈর্ষম্য নিরসনের দাবি জানিয়েছে কর্ম বিরতি পালন করছেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মহেশপুর উপজেলা শাখার কর্মচারীরা।

বৃহস্পতিবারসকালে (২৬ নভেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে‘ভ্যাকসিন হিরো সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ এই শ্লোগান নিয়ে এ বিরতি পালন করেন তারা।

স্বাস্থ্য পরিদর্শক মিজানুর বলেন, প্রধানমন্ত্রী ১৯৯৮ সালের ৬ ডিসেম্বর স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের এক মহাসমাবেশে বেতন বৈষম্য নিরসনের ঘোষণা দিয়েছিলেন। এছাড়া ২০১৮ সালের ২ জানুয়ারি তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী আমাদের দাবি মেনে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি গঠন করে দেন। কিন্তু দুঃখের বিষয়, আজ পর্যন্ত সেসব দাবি বাস্তবায়ন করা হয়নি।

এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন, মহেশপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চলবে বলে জানান তারা।